Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

 

কিভাবে সেবা দেয়া হয় ( সেবার কার্যক্রম)

কঃনং

সেবার নাম

সেবা গ্রহণকারী

সেবা প্রদানের পদ্ধতি

কার্যনিষ্পতির সর্বোচ্চ সময়

সেবা প্রদান কর্তৃপক্ষ

০১

অবকাঠামো উন্নয়ন

পূর্ব নির্ধারিত উপজেলা ও ইউনিয়ন

উপজেলা, ইউনিয়ন সমূহের মৌলিক অবকাঠামো ( যেমন উপজেলা পরিষদ ভবন নির্মাণ ও সংস্কার,  ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ ও সংস্কার, বিভিন্ন হাট বাজার উন্নয়ন গ্রোথ সেন্টার নির্মাণ সুপেয় পানীয় জলের ব্যবন্থা, স্বাস্থ সম্মত স্যানিটেশনসহ আর্থ সামাজিক উন্নয়ন)  উন্নয়ন সহায়তা দিচ্ছে।

নির্ধারিত সময় অনুযায়ী

উপজেলা প্রকৌশলী

০২

অন্য কোন মন্ত্রণালয়/ বিভাগ/ দপ্তরের ডিপোজিট ওয়ার্ক বাস্তবায়ন (প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রাথমিক বিদ্যালয় সমূহ নির্মাণ, পূনঃ নির্মাণ ও সংস্কার)

অন্য কোন মমত্রণালয় বা বিভাগ বা দপ্তর বা স্বায়ত্বশাসিত সংস্থা।

অন্য কোন মন্ত্রণালয়,সরকারী, আধা-সরকারী বা স্বায়ত্বশাসিত সংস্থার অনুরোধের প্রেক্ষিতে সমঝোতা চুক্তি অনুযায়ী কাঠামোগত বা স্থাপত্য নকসা প্রণয়ন, ক্রয়  কার্যসহ প্রকল্প বাস্তবায়ন করা হয়ে থাকে।

চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়

প্রধান প্রকৌশলী এলজিইডি, সদও দপ্তর, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা কর্তৃক দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা।

০৩ (ক)

বিজ্ঞাপণ বা দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ

ঠিকাদার/ সরবরাহকারী/ পরামর্শক/ আগ্রহী দরপত্রদাতা প্রতিষ্ঠান

পিপিআর-৮ এর বিধি অনুযায়ী দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে থাকে।

পিপিআর- ২০০৮ অনুযায়ী

সংশ্লিষ্ট ক্রয়কারী

(খ)

প্রাক-দরপত্র সভা আহবান

দরপত্রদাতাগণের দরপত্র দলিল বা দরপত্র সংশিালষ্ট কোন প্রশ্ন বা ব্যাখা প্রদানের লক্ষে প্রাক-দরপত্র সভা আহবান করা হয়ে থাকে।  উক্ত সভার কার্য বিবরণী দরপত্র ক্রয়কারী সকল দরপত্রদাতাদের নিকট প্রদান করা হয়ে থাকে।

পিপিআর- ২০০৮ অনুযায়ী

(গ)

যোগতাসম্পন্ন সরবরাহকারী বা ঠিকাদারদের তালিকা সংরক্ষ ও হালনাগাদ করণ

ডবশেষ ক্ত্রে সিমিত দরপত্র  পদ্ধতি  প্রয়োগের মাধ্যমে  কোন ক্রয়কার্যক্রম সম্পাদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ক্রয়কারী যোগ্যতা সম্পন্ন সরবরাহকারী বা ঠিকাদারদেও তালিকা সংরক্ষণ (Enlistment )  করে থাকেন এবং দরদাতাদের যোগ্যতা বৎসর ভিত্তিক পূন বিবেচনার মাধ্যমে হাল নাগাদ করা হয়ে থাকে।

পিপিআর- ২০০৮ অনুযায়ী

(ঘ)

দরপত্র সংক্রামত অভিযোগ দাখিল ও নিষ্পত্তি করণ

ডপপিআর-২০০৮ এর বিধি মোতাবেক অভিযোগ গ্রহণ এবং নিষ্পত্তি করা হয়।

২ মাস